নাকে ইনফেকশন হলে করণীয় কি

 আসসালামু আলাইকুম আপনারা সবাই কি নাকে ইনফেকশন হলে করণীয় কি সেই বিষয়ে জানতে চাচ্ছেন? কিন্তু কোথাও নাকের ইনফেকশন হলে করণীয় কি যে বিষয়ে জানতে পারছেন না এবং সঠিক উত্তরটি খুঁজে পাচ্ছেন না। আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা জানবো না কি ইনফেকশন হলে করণীয় কি এবং নাকে ব্যথা হলে করণীয় কি এই সকল বিষয়ে সকল সঠিক উত্তরটি জানবোই পোস্টটি পড়ার মাধ্যমে। চলুন পোস্টটি পড়তে থাকিঃ

ছবি:সংগৃহীত
এছাড়াও আমরা আরো জানতে পারবো নাক কি, নাকে ব্যথা হলে করণীয় কি, নাকে  ইনফেকশন হলে করণীয় কি নাকে পলিপাস হলে কি কি সমস্যা হয় নাকের ভেতরে ঘা হলে করণীয় এই সকল বিষয়ে আমরা সকল সঠিক উত্তর জানতে পারবো পোস্টটিতে। 

 নাক কি

মানবদেহের পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে নাক অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ।নাক হলো এক ধরনের স্ফীত সংবেদী অঙ্গ যা মেরুদন্ডী প্রানীর মুখের সামনে থাকে।নাকের মাধ্যমে ঘ্রান নেওয়া হয়।নাকে নাসারন্ধ্র থাকে যা দিয়ে শ্বাসক্রিয়ার বাতাস ভেতরে প্রবেশ করে ও বের হয়।নাকে অলফ্যাক্টরি কোষ বিদ্যমান।

নাকে ব্যাথা হলে করনীয় কি

গরম তরল খাবার খেতে হবে।যেন সাইনসের ব্লকেজগুলো পরিষ্কার হয়

নাকে ইনফেকশন হলে করনীয় কি

নাকের ইনফেকশনের অপর নাম রাইনোস্পোরিডিওসিস।এটি নাক ছাড়াও অন্যান্য অঙ্গে হতে পারে।

এই জীবানু গরু ছাগল ঘোড়ার মলের মাধমে বাতাসে ও পানিতে ছড়ায় এবন নাকের কোনো ক্ষতের মাধ্যমে এই জীবানু মানুষকে আক্রমণ করে।

নাকে ইনফেকশন হলে অপারেশন করে আক্রান্ত  জায়গা সম্পূর্ণ  কেটে  ফেলতে হবে। 

নাকে পলিপাস হলে কি কি সমস্যা হয়

নাকের ভেতরে মাংস বৃদ্ধিকে পলিপাস বলা হয়।যার কারনে নিয়মিত সর্দির মতো সমস্যা হতে পারে।শ্বাস প্রশ্বাসে সমস্যা হতে পারে।অপারেশনের মাধ্যমে অতিরিক্ত মাংস কেটে ফেলায় হলো এর চিকিৎসা।

নাকের রোগসমূহ

নাকে অনেক ধরনের রোগ হয় যেমন পলিপ, নাকের এল্যার্জি,নাক দিয়ে রক্ত পড়া,এডিনয়েড সাইনাস

নাকের ভেতরে ঘা হলে করনীয়

√ভিটামিন-সি সমৃদ্ধ খাবার খেতে হবে।

√নাকে পেট্রোলিয়াম জেলি ব্যাবগার করতে হবে।

√প্রচুর তরল খাবার গ্রহন করতে হবে

√হালকা হরম পানিতে স্যালাইন মিশিয়ে খেতে হবে

√কাচা আদা চিবিয়ে খেতে হবে

√লাইসিন সমৃদ্ধ খাবার খেতে হবে

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১